পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সফরে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু রোহিঙ্গা সংকট সমাধানের সাজেশন দিয়েছেন। একই সাথে সংকট সমাধানে বাংলাদেশ চীন ও ভারতের সহযোগিতা আশা করে। রোববার (১৯ মে) দুপুরে রাজধানীর প্রেসক্লাবে ওভারসিজ করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ওকাব) অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, প্রত্যাবাসনই একমাত্র সমাধান। কিন্তু মিয়ানমারের বর্তমান অবস্থায় তাদের সেদিকে ঠেলে দিতে পারি না।
তৃতীয় দেশে রোহিঙ্গাদের পুনর্বাসন কোন স্থায়ী সমাধান নয়, বরং এতে করে সিগন্যাল যাবে যে বাংলাদেশে আসলে, উন্নত দেশে যাওয়া যায়।
মন্ত্রী আরও বলেন, অতীতের মতো আগামীতেও রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সক্ষম হবে সরকার। রোহিঙ্গা যারা আগে এসেছে তারা সমাজের সাথে মিশে গেছে।
অনেকেই সরকারি চাকরি করছে। তবে বর্তমানে রোহিঙ্গারা স্থানীয়দের চাকরির বাজার দখল করায় স্থানীয়রা বিরক্ত।